শনিবার, ২২ অক্টোবর, ২০২২

বিশাখে না পেল সাড়া

 

ষড়জে সরোজমালা, ঋষভে রুধির ধারা,

গঙ্গা তুমি গান্ধারে, মধ্যমে মাতঙ্গী তারা। 

পঞ্চমে পদযুগ, মাগো ধৈবতে ধারণ করি,

নিষাদে নিঃসীম রুপা, ধরে ধ্যান হরহরি। 

ওমা মন্দ্র-মধ্য-তারে রাজ নিত্য তুমি ভবদারা,

সুরে তালে লয়ে তবু, বিশাখে না পেল সাড়া! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...