ঐ আসিল মা হেমবরণী হেরম্বে লয়ে কোলে
জগজনে হেরি জগদম্বে জগদুখ যত ভোলে।
পেয়ে ভবরাণী ভূধর-ভবন
গিরিরাণী আজি সুখ-নিমগন,
উঠিল মাতিয়া গগন পবন সুধারাশি কলরোলে।
ঐ আসিল মা হেমবরণী হেরম্বে লয়ে কোলে।।
৩-১০-২২
অষ্টমী
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন