ঐ আসিল মা হেমবরণী হেরম্বে লয়ে কোলে
জগজনে হেরি জগদম্বে জগদুখ যত ভোলে।
পেয়ে ভবরাণী ভূধর-ভবন
গিরিরাণী আজি সুখ-নিমগন,
উঠিল মাতিয়া গগন পবন সুধারাশি কলরোলে।
ঐ আসিল মা হেমবরণী হেরম্বে লয়ে কোলে।।
৩-১০-২২
অষ্টমী
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন