সোমবার, ৩ অক্টোবর, ২০২২

ঐ আসিল মা হেমবরণী

 

ঐ আসিল মা হেমবরণী হেরম্বে লয়ে কোলে 

জগজনে হেরি জগদম্বে জগদুখ যত ভোলে। 

পেয়ে ভবরাণী ভূধর-ভবন

গিরিরাণী আজি সুখ-নিমগন, 

উঠিল মাতিয়া গগন পবন সুধারাশি কলরোলে। 

ঐ আসিল মা হেমবরণী হেরম্বে লয়ে কোলে।।


৩-১০-২২

অষ্টমী 









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...