তের নদীপাড়ে তেরটি কল্প হেঁটেছি,
বিকল্প ছিল অজানা।
পায়রার পায়ে বেঁধে চিরকুট দেখেছি,
সে আর মেলেনি ডানা।
ঠিকানা কোথায় তাও যে জানতে বাকী,
আকাশের গায় ভাষা বুনে গেছি বিস্তর-
কোথায় পাঠাব পাখী?
বনানীর ধারে শ্যামল ক্ষেত্রে
শিবা-সেনানীর তারকা-নেত্রে
রাত্রি বিবশ, নিকষ তমসা, মাঝে তার
যেন জেনেছি-
শুধু আমি আছি, আমি আছি।
অখিল অচল হয়েছে, অক্ষি হয়েছে প্রস্তর,
অক্ষত আছি, স্বাক্ষী কে দেবে,
বিবাদে যখন অন্তর?
ঘুনে ধরা কথা গুনে গুনে লিখে,
কবিতার দায় সেরেছি।
বিজয়মাল্য গলায় নেবার ক্ষণ,
মনে পরে আমি হেরেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন