তোমার সীমান্তে তুমি যদি জানতে
এলোমেলো ঝড়,
কারো বাসা ভেঙে যায়,
কারো অন্তর,
তবে কি সে পোড়া দেশে, ধুলোমাটি ভালবেসে,
হাজার প্রহর,
এভাবেই রয়ে যেতে, এতটা পাথর-
হতে কি না বলো?
হত নাকি ব্যথা বুকে আঁখি টলোমলো?
ঘুমহারা রাত্রির গায়ে চাঁদ হাসে,
জ্যোছনার আলো ঝরে উঠোনের ঘাসে।
ঝিকিমিকি জোনাকির ছুটোছুটি অস্থির-
তুমি যদি জানতে, তোমার সীমান্তে
তারা বাঁধে ঘর,
কত রাগ-রাগিনীর, কত মধু স্বর,
তবে কি সে দূর দেশে, উদাসী মেঘের বেশে
এত মন্থর
এভাবেই বয়ে যেতে? হতে না মুখর?
হতে কি না বলো?
হত কি না ব্যথা বুকে আঁখি টলোমলো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন