দরিদ্রে পাইলে রতন সেকি অযতনে রাখে?
- কমলাকান্ত ভট্টচার্য্য।
দরিদ্রে পাইল রতন, রাখি কি বা অযতনে?
রেখেছি হৃদয়ে শ্যামা, দেখাব কি জনে জনে?
দীনের সম্বল ধন, হৃদিপদ্মে ও চরণ-
স্মরি নিতি অনুক্ষণ, নিরজনে মনে মনে।
দুটি কথা দুটি সুরে, বেঁধেছি তায় অন্তঃপুরে,
খিল দিয়ে নবদ্বারে, গাই তারে ক্ষণে ক্ষণে।
বিরলে বিশাখ ভাষে, মন ভুলো না কথার বশে,
মায়ে পোয়ে এমনি থাকো, অন্যে যেন নাহি জানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন