বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

উমা আমার থাক

 

আমার যেন মনে হল হঠাৎ যেন দ্বীপান্তরে 

অমানিশার আড়াল ফুঁড়ে, কতক তারা আকাশ জুড়ে

খিলখিলিয়ে উঠল হেসে, ঘুম ছুটিয়ে সর্বনেশে

নেশায় আমার পাগল করে, করাল ঘূর্ণিপাক! 


যেন আগল ভাঙা বান ডেকেছে, 

মত্ত স্রোতে ত্রস্ত বাতাস,

বাতায়নের ও ধার হতে সুর তুলেছে

দারুণ হতাশ- সারেঙ্গী কার, 

ঠিক যেন তার অঙ্গে অঙ্গে লক্ষ-হৃদয় ব্যথার গাঁথা,

আমার হঠাৎ মনে হল কাঁপন ধরে চোখের পাতা

যেন ইঙ্গিত পাই চরণধ্বনির,

পৃষ্ঠে বাঁধা অধীর তুণীর পিনাকে দেয় ডাক,

বিষাণ বাজে বিষের নেশায়, 

বিসর্জনের ঢাক-


পাষাণ ঘরে; মন-মেনকা উঠল কেঁদে

'উমা আমার থাক'। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...