আরও একটা দিন অহেতুক বেঁচে থাকতে হল।
এতে কোন হর্ষ বিষাদ নেই, প্রেম অপ্রেম নেই।
শুধু জমে যাওয়া বরফ খণ্ডের মত নিশ্চেষ্ট নিশ্চলতা,
নিরন্তর নিরর্থকতা পুঁজি করে আছি-
বিষোল্লাসের কবিত্বে!
তারারা ঘুমাতে যাবে আরেকটি প্রহর পর।
রাত্রি বিবরে গ্রাসিত শহর নেতিয়ে আছে যেন মরা সাপ।
এখন কথারা মগজে হাঁটে, অশরীরী প্রেতের বহর-
তারা, চোখের আলো নিভে এলে জ্বলে ওঠে কল্পনার
জোনাকি উদর ফেঁড়ে চিকচিক করে। ত্রিলোক-ত্রয়তাপ-
আমায় করে ভর।
আমার কয়েক অর্বুদ অলিখিত পংক্তির মত
এরও আজও হয়নি পাঠোদ্ধার-
কেন বেঁচে আছি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন