মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

না হয় তুমি জানলে না আর

 


না হয় তুমি জানলে না আর

নাই বা তুমি জানতে পারো।

না হয় তুমি জিতলে না আর

জিত হয়েছে অন্য কারো। 


লক্ষ কোটি কথার ঝাঁকে

একটি কথাও নাই বা থাকে

তবে হৃদয়-তারে সুর বসিয়ে

আকাশপাড়ে কন্ঠ ছাড়ো। 


ডোবা ভাসা তারার স্রোতে

গা এলিয়ে দিবস রাতে,

বিভোর নেশায় ভোর এলো না,

ঘুম গেলো না সুয্যিটারও। 


তবে এই আঁধারে ভাসবে বলে,

বুক ভেজাবে আঁখির জলে?

পাখির মতন ডানা মেলে-

বাঁচতে শেখোনইলে মরো। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...