কোন সুদূরের স্বপ্নবিবশ উছল কৈশোরতট ছুঁয়ে
তুমি জেগেছ ঊর্মিভঙ্গ সুরের জলধি, স্মৃতির পুষ্পে যেন-
জীবনের প্রথম প্রণয় পরাগবাহী, সে প্রমথ পেলব ছোঁয়া;
তুমি অমোঘ অমিয় মৃতে, ব্যথিত হৃদয় ধোয়া-
নয়ন জলে তোমার ললিত কণ্ঠধ্বনি দিয়েছে প্রাণ,
তোমার গান রবির কিরণ ছেয়ে যেন অনন্তের লোক হতে-
এসেছে ছুটে যেন হিয়াতে আমার পিণাক-বাণ-
লাগে, মর্মর মর্মতলে যেন স্রষ্ঠা অনাদি সুর দেন-
তোমার আহবানে, প্রণমি সাগর সেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন