শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

কোলে নে করুণাময়ী

 



কোলে নে করুণাময়ী, কি অর্থে এ অবিচার?

ছেলের ভার নিতে নারো, নিয়েছ ত্রিলোকের ভার! 


ওমা রয়েছি ধুলির মাঝে, তাই লয়ে সকাল সাঁঝে

মহাব্যস্ত সে অসার কাজে, ভাল কি মা লাগে আর? 


তারিনী তার মা ত্বরা, ওগো অবেলা ধরেছে জরা,

আমি সকাতরে ডাকি 'তারা', নয়নতারা বহে ধার! 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...