সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

বিবস্বান

 

বিবস্বান পেয়েছিল প্রথম ক্লেদ-মৃত্তিকার স্বাদ,

তটিনী-তট-অকপট-প্রকট-যৌবন, বায়ুস্বন তার-

সঘন-ভারে তস্ত্র ত্রসরেণূ, অবাধ-

গভীর কম্পন। 


স্রোতভঙ্গ-জলে অধীর নক্ষত্র ছায়া, 

মাঘের মৌসুম; মন্দ্রখাদে নড়ে তার রুদ্রবীণার,

গমকে ঘনায় আরও রাত, আরও ঘুম-

অনেক ঘুর্ণিবাত। 


বিবস্বান, মৃতার গর্ভাহূত মৃতবৎস্যা স্বপ্ন প্রায়,

ধন্বন্তরির পাত্র তুলে কালকূট স্নান,

অলীক, অথচ দেদীপ্যমান! 


২ জানুয়ারি|| ২০২৩||

রাত্রি ১০:৪৭||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...