যাহারে জানিনে ভাল, ভাল তারে বাসা যায়,
যাহারে পেয়েছি কাছে, কাছে তারে রাখা দায়।
যা কিছু চাহিয়া মরি, পেলে তায়- আগে ছাড়ি,
কে করে এ কারিগরি, জানিতে না পারি হায়!
বিশাখের প্রাণ-নিধি, মিলিল না এ অবধি,
এমনই লিখেছে বিধি- এ জ্বালা বোঝাব কায়?
৩/১/২৩
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন