যাহারে জানিনে ভাল, ভাল তারে বাসা যায়,
যাহারে পেয়েছি কাছে, কাছে তারে রাখা দায়।
যা কিছু চাহিয়া মরি, পেলে তায়- আগে ছাড়ি,
কে করে এ কারিগরি, জানিতে না পারি হায়!
বিশাখের প্রাণ-নিধি, মিলিল না এ অবধি,
এমনই লিখেছে বিধি- এ জ্বালা বোঝাব কায়?
৩/১/২৩
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন