হাঁস আর পেঁচার দ্বৈরথে কাটছে প্রহর
শহুরে কবিরা যায় ঘুমাতে কবরে,
আঁধার খুলেছে ধীরে তার করাল বিবর
অথচ দেখ সকালের সকল খবরে-
তার ছিটেফোঁটা নেই।
আস্তিনের সাপ তিরতির করে এসেছে বুকে,
সদ্য মাতাল মদ্যপের মুখের গন্ধে।
শিরশিরে বাতাস বলেছে তার কানে-
‘তুমিও ঘুমাতে চল, সবে তো কলির সন্ধ্যে’!
এর কোন বিবরণ নেই।
শহুরে কবিরা ঘুমাতে গেল,
এখনো হাঁস ও পেঁচার ঝাঁক কথায় কথা কাটে;
ইছামতীর ঢেউয়ে দুলেছে সাম্পান,
জোয়ারে জলের তাল লেগেছে ঘাটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন