একটি
বেদনা- বিজরি চমক হানিয়া
অমরাবতীর দামিনীপুঞ্জ ছানিয়া
জীবনকুঞ্জে অনল দিয়াছে আনি-
নবপ্রেমে; জানি নিঠুর বজ্রপাণি-
তুমি চরাচরে রাজো পুষ্পধনুর্ধারী-
মায়ার মুগ্ধ, অন্ধ; চিনিতে নারি।
সুধা ভ্রমে- (নবপ্রেমে)
গরলে তিয়াস, জ্বলে প্রাণ।
তুমি আছ-
হয়ে মধু-বসন্তে বনে কুহুতান,
ভরা-বরষায় তটিনীর টান-
তুমি। মরা-গ্রীষ্মের-
চন্দ্রমথিত জ্যোছনার বুকে ভাসিয়া-
রাত্রিশীতল সমীরে- বিহ্বল প্রেমাতুর।
কাহারো দুয়ারে প্রদীপ গিয়াছে নিভিয়া,
রোদনে তাহার বিবাদী সকল সুর-
ইন্দ্রসভায় যেন;
সচকিত কত শিঞ্জন যত থামিল।
সহসা বরষা নামিল,
কেহ জানিল না বটে 'কেন'।
(ইন্দ্রসভায় যেন!)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন