সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

গরল অন্বেষণ

 


চতুর্দশপদী

___________


মধুপ যাইল যেথা পুষ্প বন ভ্রমে

মায়ার মারণ জাল তথায় জড়িত,

সুবর্ণ ললিত পঙ্খ মৃতপ্রায় ক্রমে 

প্রাণপদ্ম যেন হয় কাল-করে ধৃত-

যেমতি রাহুর গ্রাসে দিনমণি যায়, 

নিশাকর নিরাকৃত নিশি সমাপনে, 

যেমতি সে অভিমন্যু সমর অঙ্গনে-

সপ্তমহারথী তীর বক্ষে ধরে হায়! 


নহে এ প্রপঞ্চ পুঞ্জ সুখের জলধি 

মদিরাক্ষী প্রেমমুগ্ধ কবিত্ব সুষমা,

মধুকর এ ছলনা জানিল না যদি

নিরদয় মহীতল নাহি করে ক্ষমা। 

তথাপি অবোধ চিত মহাব্যাস্ত হয়, 

গরলের অন্বেষণে নাহি তার ভয়! 


পদবিন্যাস- কখকখগঘঘগ চছচছজজ। 


 











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...