মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

জন্মান্তরের সাগর সেন

 

এমনি কোন নির্বিবাদী দিবস আমার
উদাস হয়ে আপন মনে সাগর সেনকে শোনা,
একটি একটি রবির পাতা, সুরের লহর;
স্বপ্ন বোনা সুতোর বাঁধন গোনা।

আমায় তুমি এমনি করে রাখো,
তোমার সোনার শেকল দিয়ে যেথায় ইচ্ছে বাঁধো।
মহিম হে, জীবনযজ্ঞ সমাপনের সমিধ মাঝে
স্তব্ধ করে আমায় যদি ঢাকো,
আমি তাতেই হব খুশী।

আমার এমনি কতক বাসনা গো
জন্মে জন্মে পুষি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...