মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩

জন্মান্তরের সাগর সেন

 

এমনি কোন নির্বিবাদী দিবস আমার
উদাস হয়ে আপন মনে সাগর সেনকে শোনা,
একটি একটি রবির পাতা, সুরের লহর;
স্বপ্ন বোনা সুতোর বাঁধন গোনা।

আমায় তুমি এমনি করে রাখো,
তোমার সোনার শেকল দিয়ে যেথায় ইচ্ছে বাঁধো।
মহিম হে, জীবনযজ্ঞ সমাপনের সমিধ মাঝে
স্তব্ধ করে আমায় যদি ঢাকো,
আমি তাতেই হব খুশী।

আমার এমনি কতক বাসনা গো
জন্মে জন্মে পুষি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...