শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

প্রণাম

 


ক্ষমো হে ক্ষমো, 

প্রমথনাথ প্রথম মম 

ঈশ্বর, জনম জনম ক্ষণিক-ভ্রম-

সুখে এ মিছে মরত-ভ্রমণ-

দুঃখ-ভারে বিস্মরণ হয়েছে 

তব মোক্ষ ধাম। 

ক্ষম হে 

যা ছিল প্রণম্য, 

তারে করিনি প্রণাম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...