ক্ষমো হে ক্ষমো,
প্রমথনাথ প্রথম মম
ঈশ্বর, জনম জনম ক্ষণিক-ভ্রম-
সুখে এ মিছে মরত-ভ্রমণ-
দুঃখ-ভারে বিস্মরণ হয়েছে
তব মোক্ষ ধাম।
ক্ষম হে
যা ছিল প্রণম্য,
তারে করিনি প্রণাম।
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন