শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

প্রণাম

 


ক্ষমো হে ক্ষমো, 

প্রমথনাথ প্রথম মম 

ঈশ্বর, জনম জনম ক্ষণিক-ভ্রম-

সুখে এ মিছে মরত-ভ্রমণ-

দুঃখ-ভারে বিস্মরণ হয়েছে 

তব মোক্ষ ধাম। 

ক্ষম হে 

যা ছিল প্রণম্য, 

তারে করিনি প্রণাম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...