ক্ষমো হে ক্ষমো,
প্রমথনাথ প্রথম মম
ঈশ্বর, জনম জনম ক্ষণিক-ভ্রম-
সুখে এ মিছে মরত-ভ্রমণ-
দুঃখ-ভারে বিস্মরণ হয়েছে
তব মোক্ষ ধাম।
ক্ষম হে
যা ছিল প্রণম্য,
তারে করিনি প্রণাম।
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন