পড়ব যখন দুয়ারদেশে ঝঞ্ঝাবাতে লুটিয়ে এসে,
আপনি তুমি দয়ার হস্তে বক্ষে তুলে ধোরো।
নাইবা হলেম আর কারো মা, নাইবা হলেম কারো।
কারে আমি কি শোনাবো, কার মরমে কি বোঝাবো,
কার মনেতে মন মেলাবো, পাইনে হদিশ তারও।
নাইবা হলেম আর কারো মা, নাইবা হলেম কারো।
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন