মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

আস্থা

 

একটি ভগ্ন প্রাসাদের পর

থাক এমনই অস্তমিত সূর্য,

যেন মনে থাকে- সকল অস্মিতা সমেত

কত যে পৃথ্বীশ্বর, তূণ, খড়গ, তূর্য-

ধ্বনি, এভাবে হারিয়ে যাবে 

কালের গ্রাসে-


আমার আছে এটুকু সুদৃঢ় বিশ্বাস,

এর চেয়ে বড় কিছুতে আস্থা রাখি না কোনদিন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...