তোমার কি দাবী তবে আজও রইল
প্রত্যখ্যাত বলো কবি?
দিবসাবসানে অনামিক খালপাড়ের গ্রামে
বাঁধা ঘরের কোনে এক দণ্ড ঠাঁই চাঁদ-
আলোতে তার মত্ত মালকোষে
ভেসে যাওয়া মহাকাল?
অজর-অমর-অচল-শাশ্বত
তারকাখচিত নৈশ নীরবতার কূলে, উন্মাতাল-
নেশাতুর বাঁশবাগান চিরে যাওয়া
দখিন সমীর, ঝিরঝির?
অথবা যেন প্রাগৈতিহাসিক শ্রাবণে তার-
শ্রবণে সঙ্গীত ঝিল্লির -দু'চোখে টানে ঘোর ঘুম,
উঠোনে রবে আম কি অশ্বত্থ কিছু,
বা স্বপ্নে খোঁজা বোধিদ্রুম?
নলখাগড়ার ঝাড়?
এই অবধি?
অনাঘ্রাত কুমড়ো ফুলের গায়ে ভোরের শিশিরজল
দেখা আধ-ধোয়া দৃষ্টিতে? আলের ধারে নওল দুর্বাদল
এমনি কোন মাঘের শীতে- নিশ্চেষ্ট স্নাত, ডগায় টলমল-
কবিতার বিন্দু কিছু,
এমন দাবী?
এই ইটেল আস্তাকুঁড়ে আর কি কি
স্বপ্রেম প্রত্যাশা গোরস্থানে অকালে গেল চলে?
আরও কত বাসী ফুলে ছিটিয়ে দিয়ে
আতর গোলানো জল, অঞ্জলি তুলেছ করতলে?
বলেছ- এ তোমার স্বেচ্ছা-সম্মোহন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন