বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

দাবী

 

তোমার কি দাবী তবে আজও রইল

প্রত্যখ্যাত বলো কবি

দিবসাবসানে অনামিক খালপাড়ের গ্রামে 

বাঁধা ঘরের কোনে এক দণ্ড ঠাঁই চাঁদ-

আলোতে তার মত্ত মালকোষে

ভেসে যাওয়া মহাকাল

অজর-অমর-অচল-শাশ্বত 

তারকাখচিত নৈশ নীরবতার কূলেউন্মাতাল-

নেশাতুর বাঁশবাগান চিরে যাওয়া

দখিন সমীরঝিরঝির?

অথবা যেন প্রাগৈতিহাসিক শ্রাবণে তার-

শ্রবণে সঙ্গীত ঝিল্লির -দু'চোখে টানে ঘোর ঘুম,

উঠোনে রবে আম কি অশ্বত্থ কিছু,

বা স্বপ্নে খোঁজা বোধিদ্রুম?

নলখাগড়ার ঝাড়?

এই অবধি?


অনাঘ্রাত কুমড়ো ফুলের গায়ে ভোরের শিশিরজল 

দেখা আধ-ধোয়া দৃষ্টিতেআলের ধারে নওল দুর্বাদল

এমনি কোন মাঘের শীতেনিশ্চেষ্ট স্নাতডগায় টলমল-

কবিতার বিন্দু কিছু,

এমন দাবী


এই ইটেল আস্তাকুঁড়ে আর কি কি

স্বপ্রেম প্রত্যাশা গোরস্থানে অকালে গেল চলে

আরও কত বাসী ফুলে ছিটিয়ে দিয়ে

আতর গোলানো জলঅঞ্জলি তুলেছ করতলে?

বলেছ তোমার স্বেচ্ছা-সম্মোহন




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...