মহামায়ার এমনি মায়া, কি দারুণ ভেল্কি বটে,
বুঝিতে কে পারে ওমা ঘটে ঘটে কি বা ঘটে!
পেয়ে রে গরল গন্ধ, তাই ত্যাজে রে মকরন্দ,
নিত্য ধনে করে সন্দ, কেঁদে মরে কি সংকটে!
ওমা তুমি যে পরমানন্দ, বুঝে তবু মনে দ্বন্দ্ব
এমনতর কপাল মন্দ, এই খেদে বিশাখে রটে!
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন