মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

আমি কোথায় পিছিয়ে আছি?

 

আমি কোথায় পিছিয়ে আছি?

আমি তো এখনো ঠাঁই সটান দাঁড়ানো কাকতাড়ুয়ার মত 

ঠিক যেখানে ছিলাম। বরং তোমরা চলেছ পথ,

তাই যেন ভ্রম হল। 


যে পথে যাবার জোটেনি রথ, যন্ত্র-শকট-

পোতাশ্রয়চ্যুত তরী যখন ভেড়েনি কূলে- 

আমি ওখানে আছি, নড়িনি এক পা! 


তোমরা এগুলে, তাই ভ্রম হল-

বুঝি আমি পিছিয়ে গেলাম, আমি তো এখনো সটান, ঠাইঁ-

দাঁড়ানো ভাদরে ভরা তালবৃক্ষ প্রায় 

হে বন্ধু। 


প্রত্যাশা ছিল না যেতে, তাই আক্ষেপের ধূলিঝড়

চোখে দেয়নি হানা। উড়বার সাধ নেই-

তাই মেলেনি ডানা- স্কন্ধে আমার,

ওতে ব্যথিত কেন হব? 


তোমরা উড়েছ, তাই যেন ভ্রম হল-

মনে হল- আমি ধুলোয় পড়ে মিলিয়ে গেছি-

অবলীলায় অদৃশ্যের অন্ধ মায়ায়,

অহেতুক- অর্বাচীনতায়-

সে সব লিখে লিখে যা পড়তে জানে না কেউ। 


আমি তো এখানে ঠাঁই দাঁড়িয়ে, সটান খাড়া পাহাড়ের মত,

ঝরনা ধরে বক্ষ ভাসাই

তোমরা এগুলে বলে। যেন ভ্রম হল-

আমারও কি যেতে হবে, আমিও কি যেতে চাই? 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...