সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

প্রচুর টাকার দরকার

 


সলজ্জ উদাসীনতার কোরকে থেকে

হয়ত হামেশা বলি 'আমার এমনি থাকা ভাল'। 

তালপত্রের ছাদ, এঁটেল দেয়াল, বাঁশের খুঁটি; 

কিছু অবাস্তব কবিত্বকলা ও অনুল্লেখযোগ্য সুরসম্ভার-

মাত্র সম্বল হলে বীভৎস সুখে বাঁচা যায়! 


এসব নিত্য অপলাপ শ্রবণে দরিদ্রেরা আহ্লাদিত হয়,

নিতান্ত নিরূপায় বলে হয়ত বা। 

অথচ বুকের অতলে আমি তো টের পাই- 


'আমার প্রচুর টাকার দরকার'! 

স্রেফ টাকা, অন্য কিছু নয়! 


ওসব খাতায় সাঁটা সাহিত্যের খাটনি-খাটা

মগজ-ভাঙা নেশার কলতানে ভাসতে ভরসা নেই!

এক বিন্দু নেই। 

আমি বরং ডুবে যেতে চাই এইসব জান্তব কর্কষ 

কঠিন কোলাহলে যেন, 

নচেৎ মৃদুতায় মৃত্যু ভিন্ন আর সুফল প্রাপ্তি কি? 


দরিদ্রের দাক্ষিণ্য বেমানান, 

তার বড্ড টাকার দরকার! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...