বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

দলছুট

 



হয়ত আমি এমনই দলছুট, 

এমনই ছন্নছাড়া, হতশ্রী, কাঙ্গাল!


তবু ধুলোর আঁচলে জানি পাব ঠাঁই,

সুনিবিড় শীতল বিলোল হাওয়ায়

নিরালা নিশ্চিন্ত কোলে এই ধরণীর, 

দিয়ে ত্রিদিব-যাত্রাপথে উড়ো ছাই; 

আমি নিরয়ে যাই ছুটে! 


আমি এমনই দলছুট হব, 

এমনই উন্মাদ, এমনই হাহারব-লাঞ্ছিত-

সুরমূর্চ্ছনা উগরে দিয়ে পথে পথে, 

এমনই অনন্তকাল! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...