বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

একদা দোঁহে


একদা দোঁহে মিলন মোহে
গগনতলে দ্রুমশাখে,
ভুলিয়া নীড়ে তটিনী তীরে;
মানব যেথা চেয়ে থাকে-
অবাক হয়ে; মধুর কুহেলিকা
প্রণয়কলা অবসানে,
অতঃপরে হারানো নিধি
খুঁজিয়া মরে আঘ্রাণে-
পৌষ-পবনে, কি কুজ্ঝটিকা-
আঁখিতারা ঘিরিয়া ধরে,
তারা রোদন-ভাসী, হেরে-
বিহগযুগলে, ভাবে- ‘ওলো,
এই ভালো, মানব হইলে
জানিতে, উড়িতে কত সাধ-
কাঁদিয়া মরে গভীর গোপনে'!


পাটুলি স্টেশনে তাঁদের দেখলাম।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...