বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

ফেনিল স্বপ্ন

 

দুখের সায়রে ফেনিল স্বপ্ন 

তীরে তীরে করে ভীড় 

ঝড়ের বাতাসে কাঁপে যেন কার

পরদেশে বোনা নীড়।। 


পাখীদেরও যেন থেমে গেছে গান, 

বেণুর বাদনে কাঁদে যেন প্রাণ, 

চোখের কোটরে নিমগ্ন ব্যথা

জলের প্লাবন থির।। 


অসময়ে যেন এসেছে বরষা, 

আকাশের মেঘ উতল সহসা, 

ফুলের কোরকে আভাস জেগেছে

তটভাঙা জলধির।। 


২৫ জানুয়ারি, ২০২৪। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...