বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্নান

 

অক্লান্ত অলস দ্বিপ্রহরে ধানেশ্রীর পাংশু সুর,

রৌদ্রলিপ্ত, পুরানো আবাস ঘিরে যোজন দূর-

দেশী-আকাশ হতে নামে বিমূর্ত বীণা বেয়ে, 

ঐকান্তিকে, নিত্য নিরাশ্রয় হৃদয়কুঞ্জ ছেয়ে। 


ত্রিতাপদগ্ধ করে স্নান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...