রবিবার, ৩ মার্চ, ২০২৪

সকাল হবে

 

সকাল হবে... 

সহস্রাব্দকাল নিভৃত রাত্রির পর

একদিন...

সকাল হবে... 


খরাজে, মন্দ্র-মধ্যমে লহরী তুলে

বিনিদ্র মালবকৌশিক চুপচাপ শ্রান্ত হলে... 

একদিন.. 

অকস্মাৎ, সহসাই সকাল হবে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...