পরজনমে জলপিপি হব,
ময়ুর হয়ে যদি খাঁচায় থাকি—
তাচ্চেয়ে এ যে স্বর্গসমান!
আকাশ আঁধার করে বরষা এলে
উদ্ভিন্ন পঙ্খযুগল মেলে কচুরিপানা-দলে
না হয় হবে মহোল্লাসে পতঙ্গ সন্ধান।
কি সুখ বল খাঁচার মাঝে পেখম খুলে-
নেচে? তাচ্চেয়ে এ সে স্বর্গসমান!
এ স্বর্গ মেলেনি তো পরের দ্বারে যেচে।
কি সুখ বল খাঁচার মাঝে পেখম খুলে নেচে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন