বিঘৎ বিঘৎ পা ফেলে, সন্তর্পণে
তুমি সামনে এগিয়ে আসো,
মহাকাল, তোমার আভাস পাই।
রঙিন ছবিগুলো সাদাকালো হয়ে ওঠে,
অনাগত দিন কেমন ধোঁয়ার চক্রব্যূহ গড়ে
সামনে দাঁড়াতে চায়, প্রবল অকবিত্ব-সংকটে-
হাতড়ে মরি প্রদীপ নেভা ঘর, এলে কি!
মহাকাল, তোমার আভাস আমি পাই।
এ বড় বিদিকিচ্ছিরি পরবাস, বিচিত্র দিনাতিপাত,
বালির বাঁধ ভাঙার মতন সময়ে নিঃশেষ হয়
একটি একটি কুফলপ্রসূ দুঃখদ প্রতীপ প্রহর;
এখন দমকা হাওয়া বয়, বজ্রনিনাদঘন বিজন রাত-
মহাকাল, তোমার আভাস আমি পাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন