পাতাল ফুঁড়ে বেরুনোর পর
আমি কেবল আকাশই দেখতে চেয়েছি।
মাটি ছাড়িয়ে মাথা উঁচু করতে গেলে
দেখেছি মাটির টান কেমন পা টেনে ধরে
তবুও আমি আকাশে ভর করে দাঁড়াতে চেয়েছি।
আজ আমি আকাশ
আর মাটি সব প্লাবনে তলিয়ে গেছে।
আজ আমি আকাশ
মাটি সব আমারই ছায়ার গ্রাসে
মিলিয়ে গেছে অবলীলায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন