এ কান্তারে কে তারে করুণা-কাতর জনে?
কলুষ-কঠিন ভার অচল স্কন্ধে তার
অন্ধকার-ভয় মনে?
কুটিল-কণ্টক যত কল্মষ কলঙ্ক ক্ষত
সর্ব-অঙ্গে কত রঙ্গে হুতাশন-শর হানে!
ভবরোগ কে হরিবে? স্নেহছায়ে কে রাখিবে?
কোলে তারে কে টানিবে- বিরলে বিশাখ ভনে।।
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন