মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

নইলে ভেস্তে যাবে সব

 

এলোপাথারি ছোটো কেন?

জলকামানের গোলা, বাক্যবারুদে ঠাসা লাঠিচার্জ, 

রাবারবুলেট, দু চার পাঁচশ মিথ্যে মিসাইল

ওরা ছুঁড়তে জানে- তুমি স্রেফ ধীর পায়ে সোজা হেঁটে এসে-

উষ্ণীষ উঁচু করে থাকো। 


কোন সাদা নীল বিল্ডিংএর সামনে নয়, 

তুমি জড়ো হও আগ্নেয়গিরির বিবরে, লাভায় যাও ভেসে-

তুমি অঙ্গে অঙ্গার মাখো। 


বিশ্রী, খুবই কদর্য, অসহায় সময়ের ভগ্নদ্বারে 

লুটিয়ে মাথা কেঁদো না আর, তুমি বাঁচো,

বাঁচো মাটিতে পা রেখে, শিরদাঁড়া টানটান করে- 

অগণিত ভাঁড়ের কুটকাচালিতে শ্লেষ্মা ঝেড়ে ঘৃণায়- 

মত্ত নাচো, মাতঙ্গের মত; মার্তণ্ডের মতন জ্বলো রাতের আকাশেও।


নইলে ভেস্তে যাবে সব!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...