বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

এরা মিছামিছি শুধু ভোলালো

 



এরা মিছামিছি শুধু ভোলালো। 

আমি ভেসে যাব বলে বাহিরেতে- 

আমি জেনে বুঝে জানি এসেছি, 

এরা তুলে নিতে তরী ভেরালো! 


আমি সব শুন্যরে জানিয়ে বিদায়

ভবভারে তরী ভরেছি, 

ওরা বলে, এই ভার যে তুচ্ছ, মোরা

কত ভারী বোঝা বয়েছি'; 

আমায় মাঝামাঝি নিয়ে ঝড়ের বাতাসে 

কতনা যতনে ডোবালো।


এরা মিছামিছি শুধু ভোলালো। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...