সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ফাগুন জেগেছে

 

প্রবল রবির কিরণে বন্ধু

বনানীর ছায়ে বিজনে 

বাঁশরীর ধ্বনি

দূর সমীরণে ক্ষণে ক্ষণে আসে শ্রবণে

ফাগুন জেগেছে গগনে বন্ধু

ফাগুন লেগেছে নয়নে। 


পলাতকা কিছু পরদেশী মেঘ

ধেয়ে আসে যেন সহসা

নবপল্লবে বাসা বাঁধে সুর

সুরহীনে পায় ভরসা। 

বিহগকূজিত বিটপীর শাখে, 

চিরবহমানা তটিনীর বাঁকে

কার মঞ্জীর বাজে চরণে

ফাগুন জেগেছে গগনে বন্ধু

ফাগুন লেগেছে নয়নে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...