কে আসে ঐ বামা মুণ্ডমালিনী!
অসিধরা, বর-অভয়-করা,
দানবদলনী!
লোল রসনা, বিগত-বসনা
রণপ্রমত্তা, বিকট দশনা;
ত্রিপুরারিজায়া, ভো মহামায়া,
সুরারিমর্দিনী!
ঘোর ভবার্ণবে বিশাখ পতিত
শমন ভয়ে সদা ব্যাকুল, শঙ্কিত।
স্নেহকরে ধরে ক্রোড়তলে রাখো
দীনতারিণী।।
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন