শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

কে আসে ঐ বামা মুণ্ডমালিনী

 


কে আসে ঐ বামা মুণ্ডমালিনী! 

অসিধরা, বর-অভয়-করা, 

দানবদলনী! 

লোল রসনা, বিগত-বসনা

রণপ্রমত্তা, বিকট দশনা;

ত্রিপুরারিজায়া, ভো মহামায়া, 

সুরারিমর্দিনী! 

ঘোর ভবার্ণবে বিশাখ পতিত

শমন ভয়ে সদা ব্যাকুল, শঙ্কিত। 

স্নেহকরে ধরে ক্রোড়তলে রাখো

দীনতারিণী।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...