মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

যাও গিরি গিরিজা আন ত্বরা

 


যাও গিরি গিরিজা আনো ত্বরা।
না দেখি সে বিধুমুখী অধোমুখে আছে ধরা!
কহিয়ো কৈলাশেশ্বরে, মাত্র তিনরাত্রি তরে,
রহিবে ধরণীপরে, দশমীতে হবে ফেরা!
সকলে কাতর হল, ঐ বুঝি উমা এলো,
আগমনী গায় সবে, আসিবে নয়নতারা!
ষড়াননে গজাননে কমলা ভারতী সনে
পুলকে বিশাখে ভনে- হেরিব ভবদারা!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...