শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

মাছমুরাল (Osprey)


তব অপাঙ্গে কম্পিত জলচর,
স্রোতবিধৌত তটে-ফেরা কীটকূল!
পাখায় তোমার নভোমণ্ডলহারী শস্ত্র-
নিক্ষেপ তার- শতাংশে নির্ভুল!
নিযুত নীলিমা-পথ বাহি এলে বন্ধু,
কত হিমগিরি, মরু, বিপুল বনানী, সিন্ধু-
লঙ্ঘি আমার শীর্ণা তটিনী-ঘাটে,
পূর্বস্থলী-বাটে!
______
মাছমুরাল (Osprey)- গেল শীতে পূর্বস্থলীতে তোলা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...