যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
রোহিঙ্গা চালচিত্র
সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
আমার অন্ধকার
এখানে আমি তুমি আমরা তোমরা
আরও একজন আছে- আমাদের ভেতর থেকে প্রক্ষিপ্ত বাইরে
তরঙ্গায়িত অচ্ছেদ্য অন্ধকার, দেখতে কি পাও?
কোনদিন আমরা দেখতে পাব আমাদের।
কোনদিন আমরা জানতে পারব আমাদের সীমান্ত, সমুদ্রের ধার,
দিগন্তের হিল্লোল নিঃশ্বাস, নিস্তব্ধ, জনাকীর্ণ একক জীবন,
বহুবিধ বহুত্বের আবরণে আমাদের মিথ্যে সংসার
আমাদের সামনে এসে দাঁড়াবে নির্বাণের হাসি নিয়ে।
একি মৃত্যু? একি মুক্তি? একি সান্ত্বনার সাজানো সম্ভার
আমরা সকল যুক্তিতত্ত্ব অথবা যুক্তিহীনতার পরতে পরতে রাখি?
একি শেষের প্রশ্ন? একি সূচনার সূতিকাগার?
অথবা এসব কি নিছকই কল্পনা? অথবা বল সবই কি কল্পনার
যোগ্য করে আমরা বাস্তবে বানিয়ে নিই? আমাদের ইচ্ছে মত আঁকি
অদৃশ্যকে আমাদের রঙ রূপে? প্রশ্ন আমার।
যেখানে চোখ খুললেই অন্ধকার
সেখানে চোখ বুজে রাখলেই ভাল!
বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
নাসিরনগর
আমি তোমাদের একটি নরকের ভবিষ্যৎ দেব।
তোমরা নিশ্চিন্তে ঘুমাও,
প্রতিহারিণী প্রেমিকার মায়াজালের আন্দোলনে
বিলিয়ে দাও স্বাতন্ত্র্য, পৌরুষ, বিকাও ব্যক্তিত্ব সম্পদ!
ভস্মীভূত একটা, অঙ্গারময় নাসিরনগর দাও।
আমি দেব একটা নাতিদীর্ঘ ফেসবুক স্ট্যাটাস,
সেখানে আমার আধা-নেতানো বিবেক ঝুলতে থাকবে,
বয়োবৃদ্ধ আদিম আদোনিসের অন্ডকোষের মত!
আরও আগুন জ্বলুক,
গোটা ব্-দ্বীপ নাসিরনগর হলে তবেই না বাংলাস্তান
'সার্থক জনম আমার' জন্মেছি কোন বিধাতার রোষে
এই দেশে- এই ক্রন্দনে প্রকম্পিত হবে!
হয়ত এদিন সন্নিকটে,
আমি আর তুমি এখানেই দেখতে পাব কাবুল কান্দাহার!
রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
অপেক্ষা কর
আবার আমি যে কোন দিন কবিতা নিয়ে ফিরতে পারি।
ভেতরে যে আগুন জ্বলে আর নেভে, সে আবারও জাগুক।
অপেক্ষা কর, আমি নিজেকে সঞ্চারি-
আবারও নির্নিমিখ শূণ্য সন্ধানে দিগ্বিদিগ ভেতরের দৃষ্টি ফুটুক,
আবারও আরেকবার আমি না হয় আমাকে চিনি।
অপেক্ষা কর, আমার বিহ্বলতা-
এই ভেসে যাবার স্রোত দেখি কোন সমুদ্রে নেয়,
কোন মহাদিগন্তের অবলুপ্ত প্রাজ্ঞ অস্তিত্বের কোন সে কিনারে
দেখি আমার ঠাঁই হয় কিনা, দেখি না একবার।
অপেক্ষা কর, কে আর ব্যথা দেয়-
এ বেদনা মধুরতম সম্মোহনের অন্ধ হয়ে অন্ধকারে ফেরে, এত আঁধার
এত নিরাশ্রয় অকূল অগৌরব বিস্মিত বিস্মৃত আমার আমিত্ব জুড়ে
দেখি না আর কতদিন মরাকান্না গায়।
অপেক্ষা কর, অপেক্ষা কর আমার দূরত্ব থেকে দূরে,
রক্তসঞ্চলনে, আমার অন্তস্থ, প্রাকৃত, গভীরতম বিদেহী সত্ত্বায়
অপেক্ষা কর, জন্মলব্ধ প্রেমে, অপেক্ষা কর সর্বগ্রাসী প্রেমের ক্ষুধায়,
দেখো না আমি শেষপর্যন্ত কি নিয়ে ফিরি।
অপেক্ষা কর।।
বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
তুমি কি সেখানে আছো?
কার্তিকের আকাশ ছেড়ে আরও কত কার্তিকের আকাশ,
আরও কত নীলিমার গভীরে আছে আরও কত আকাশের পাড়,
আমি সেখানেই যাব। তুমি কি সেখানে আছ?
তুমি কি আমার শব্দ শোনো?
হাওয়ায় হাওয়ায় যে আমি ভেসে গেছি। তুমিও কি তাই গেছ?
তুমি কি সেখানে নেই? তুমি কি যাওনি এখনো?
তুমি কি সেখানে আছ যেখানে আমার গন্তব্য শেষ?
যেখানে তোমার নিঃশ্বাসের শব্দ পাব, একই সঙ্গে নিঃশেষ?
নিঃশেষ দুটো কূলহারা বন্যার সবটুকু জল?
তুমি কি সেখানে আছ?
শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
আমিলীগ ছহবত
কয় -'ধানের শীষেরে সিল মাইরোনা কুত্তায় যদি খামচায়-
তাইলে মাগার আমরাও নাই আশেপাশে দাদা সাচ্চা
নৌকার ভোট না দিয়া যাইলে তুমিও মালুর বাচ্চা!
দিনশেষে ভাই আওয়ামী বিম্পি জামাত ছাত্রসেনা,
ভোটের বাজারে আলাদা সকল, ভেতরে সমান মনা!'
আমার রক্তে এক ফোঁটা নাই দেশবিরোধীর রক্ত!
চামচায় কয়- 'এসব বুঝি না, মুজিব মরেছে কবে!
শেখ হাসিনার জামানা এখন নীতিও বদলে যাবে!
মুজিব কখনো বলেছিল নাকি মদিনা সনদে দেশ-
চালাইতে হবে, না হলে দেশের ইসলাম হবে শেষ?
মুজিব কখনো বোঝেনি দাদারা ওলামা লীগের প্রয়োজন
মুজিবের ঘিলু হাসিনার চেয়ে আসলে আছিল কি্ছুটা কম!'
আওয়ামী এখন আওয়ামী-জামাত-বিম্পি-শিবির যোগফল
মালুর পোলারা বোঝে না কিছুই, মধু ভেবে খায় হলাহল!
আখেরে তাদের বাড়িঘর জ্বলে, মা-বোন হারায় ইজ্জত
তবুও যে তারা আওয়ামী দালাল, আমিলীগ করে ছহবত!
বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
সারমেয় জীবন
গ্রাস
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
-
The Last Ride Together - Robert Browning I SAID—Then, dearest, since ’tis so, Since now at length my fate I know, Since nothing a...
-
এসো আলিঙ্গনাবদ্ধ হই সঙ্গমাকুল সাপ ও সাপিনীর মত বিষ থাক যন্ত্রের নির্দিষ্ট প্রকোষ্ঠে, অধর ও ওষ্ঠে পেঁচিয়ে যাই নেত্রে নেত্র যাক গেঁথে, কম্প...
-
৮ম পর্ব ______________ ১৩ জানুয়ারী সর্বশেষ পারিবারিক ইতিহাস বৃত্তান্তের কথা লিখে আজ আবার ৮ম পর্ব লিখতে বসলাম। বিগত পর্বগুলোতে এই পরিবারের ...