অপেক্ষার কত যে স্রোত যায় জানো?
কার্তিকের আকাশ ছেড়ে আরও কত কার্তিকের আকাশ,
আরও কত নীলিমার গভীরে আছে আরও কত আকাশের পাড়,
আমি সেখানেই যাব। তুমি কি সেখানে আছ?
তুমি কি আমার শব্দ শোনো?
কার্তিকের আকাশ ছেড়ে আরও কত কার্তিকের আকাশ,
আরও কত নীলিমার গভীরে আছে আরও কত আকাশের পাড়,
আমি সেখানেই যাব। তুমি কি সেখানে আছ?
তুমি কি আমার শব্দ শোনো?
আমার একান্ত অনেক ভয়, অনেক অনেক ঝড়, ঘরভাঙা ঝঞ্জার
হাওয়ায় হাওয়ায় যে আমি ভেসে গেছি। তুমিও কি তাই গেছ?
তুমি কি সেখানে নেই? তুমি কি যাওনি এখনো?
তুমি কি সেখানে আছ যেখানে আমার গন্তব্য শেষ?
যেখানে তোমার নিঃশ্বাসের শব্দ পাব, একই সঙ্গে নিঃশেষ?
নিঃশেষ দুটো কূলহারা বন্যার সবটুকু জল?
তুমি কি সেখানে আছ?
হাওয়ায় হাওয়ায় যে আমি ভেসে গেছি। তুমিও কি তাই গেছ?
তুমি কি সেখানে নেই? তুমি কি যাওনি এখনো?
তুমি কি সেখানে আছ যেখানে আমার গন্তব্য শেষ?
যেখানে তোমার নিঃশ্বাসের শব্দ পাব, একই সঙ্গে নিঃশেষ?
নিঃশেষ দুটো কূলহারা বন্যার সবটুকু জল?
তুমি কি সেখানে আছ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন