বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

নাসিরনগর

আমাকে একটি অতিদগ্ধ নাসিরনগর দাও
আমি তোমাদের একটি নরকের ভবিষ্যৎ দেব।
তোমরা নিশ্চিন্তে ঘুমাও,
প্রতিহারিণী প্রেমিকার মায়াজালের আন্দোলনে
বিলিয়ে দাও স্বাতন্ত্র্য, পৌরুষ, বিকাও ব্যক্তিত্ব সম্পদ!

ভস্মীভূত একটা, অঙ্গারময় নাসিরনগর দাও।
আমি দেব একটা নাতিদীর্ঘ ফেসবুক স্ট্যাটাস,
সেখানে আমার আধা-নেতানো বিবেক ঝুলতে থাকবে,
বয়োবৃদ্ধ আদিম আদোনিসের অন্ডকোষের মত!
আরও আগুন জ্বলুক,

গোটা ব্-দ্বীপ নাসিরনগর হলে তবেই না বাংলাস্তান
'সার্থক জনম আমার' জন্মেছি কোন বিধাতার রোষে
এই দেশে- এই ক্রন্দনে প্রকম্পিত হবে!

হয়ত এদিন সন্নিকটে,
আমি আর তুমি এখানেই দেখতে পাব কাবুল কান্দাহার!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...