সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮

পরস্মৈপদী

পরস্মৈপদী প্রেম
হাতি ও ঘোড়া চেনে
চেনে না সহিস ও মাহুতের
যথার্থ ব্যবধান!

সাহসে অনেকে মরে,
ক্ষেতের পোকারা মরে হ্যাজাকের তলে;
এ মৃত্যুর কি সম্ভাব্য অবদান-
জীবনের কাছে সে প্রশ্ন ক'জনের?
ক'জন মৃত্যুগামী এ প্রশ্ন তোলে?

অথচ সবাই বাঁচতে চেয়ে
তিলে তিলে মরে,
সবাই বাঁচতে চায়
মরে যাবে বলে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...