মরণ তোমার উদ্যত আয়ুধে নমি।
জনমের অন্তরালে প্রতিহারী সম
জীবন কারার দ্বার রাখিয়াছ তুমি
চির-রক্ষিত। নিঃশ্বাসে দম্ভদর্প ভরি
তোমার ক্রোড়ে ফিরিবার বিস্মরণে
প্রত্যহ এ সংসার মোহে মুগ্ধ করি
তুমি মোরে পালিতেছ হে দয়েশ্বর
সবারই আপন তুমি নহ কারো পর।
তথাপি ত্রিলোকস্বামী, কালচক্রপাণি,
ত্যাজিয়া দুঃখের সত্য, সুখের সন্ধানী
হইয়াছি জন্ম জন্ম মজিয়া কি ভ্রমে;
নিরন্তর নিরয়পথে ছাড়িয়া দ্যুলোক
আসিয়াছি অন্তে আমি বুঝিলাম ক্রমে।
___________
আর লিখতে পারি না। হাত আটকে যায়।
'মরণরে তুঁহু মম শ্যাম সমান'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন