প্রণয়ের কোন কবিতা আসে না মনে,
তা রাত যতই গভীর হোক না কেন।
ভাবি.......
ফুল নির্মাল্য হলে তার একক গুরুত্ব
বোধ করি কম হয়ে যায়।
কিন্তু তার মর্যাদা কি করে যে বাড়ে এত!......
এভাবে কি ভেবেছ কখনো-
কখনো এমন করে রাত দেড়টায়?
ছাড়ো না হয় এসব কথা।........
সব ব্যবধানই হয়ত মনের দূরত্ব নয়,
সব উপেক্ষা-ই হয়ত নয় অনাকাঙ্ক্ষার কাঁটা-
অভিমানে তাক করে বুকে বিঁধে নাও।
যে কবি প্রেমের কবিতা লেখে
সে হয়ত আদপে প্রেমিকও নয়....
শুনছ কি? তুমি কি ঘুমাও?
আমি আজ লিখতে বসেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন