রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

মৃত্যুর বাজেট

যুদ্ধ যখন নিয়তি হয়ে সামনে আসে
তখন করজোড়ে প্রার্থনার দোহাই-
আমাদের আত্মসান্ত্বনা ছাড়া কিছু নয়!
এখন কোথায় যে কি বাতাসে-
ভাসে গ্রেনেডের ধোঁয়া-
তা নিয়ে হবে ধোঁয়াশা বৈঠক;
বারোমাসে-
আমাদের চোখে মুখে সত্যের ভয়-
জেঁকে বসে গেছে!
বিধিপূর্বক-
তাকে অস্বীকার করি!

তাই তবে হোক।

যে যীশু ক্রুশে ঝুলে আছে,
তার দেহ কোথাও খন্ড হল কি না বোমার আঘাতে,
তার চোখে নামে কি রক্তের স্রোত-
এ বিষয়ে আমার অদ্য কোন অনুভুতি নেই!

জানি না-
যে পূর্বে মৃত তার শোকে কাতর হব কি না,
হব কি পাথর!
অথচ,
যে জীবিত-
মরল একটু আগে নিমিষমাত্রক্ষণে
তারও আর নিই না খবর!

কি জানি কোন দৈবাভিসম্পাতে-
মানুষের ব্যথাও ইদানীং একঘেঁয়ে লাগে!
অহরহ মৃত্যুর অলিখিত খাতে
ঈশ্বরের বাজেট পেশ- ঈশ্বরেরই ভাগে
বেশী ঝুঁকে যায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...