দূরের তারারা রাত্রির গায় ঘুমের গন্ধ মাখে,
আমি নির্ঘুম, নিরালা আঁধারে শত বেদনার পাঁকে।
সেই কবে থেকে জেগে আছি চাঁদ, অমাবস্যার পাড়ে,
তুমি গেছ ভুলে শুক্লা দ্বিতীয়া, তোমার ক্যালেন্ডারে-
কোন দিন ধরে রাখা নেই আর আমার জন্য শুধু,
যে ছিল কুমুদ সে হল ধুতুরা, আছে বিষ নেই মধু!
আমি নির্ঘুম, নিরালা আঁধারে শত বেদনার পাঁকে।
সেই কবে থেকে জেগে আছি চাঁদ, অমাবস্যার পাড়ে,
তুমি গেছ ভুলে শুক্লা দ্বিতীয়া, তোমার ক্যালেন্ডারে-
কোন দিন ধরে রাখা নেই আর আমার জন্য শুধু,
যে ছিল কুমুদ সে হল ধুতুরা, আছে বিষ নেই মধু!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন