বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯

শাল্মলিকা


শাল্মলিকা,
প্রণয়ঘোর আকুলিত প্রদোষবেলায়,
প্রদীপ আলোয় লিখি- বিহগ কুলায়-
ফেরে- শুনি কার বিহাগে বাজে দীর্ঘ নিষাদ,
যদিও এ কাব্যমাঝে অকিঞ্চিৎ প্রমিত বিষাদ-
তুমি তারে কোরো ক্ষমা।

যা লিখি তা হয়ত অপ্রতিম ভুল,
যে নদী স্রোতেরে চেনে, চিনলা না কূল-
আমি যেন তেমনই একজনা।
অনবরুদ্ধ আবেগের স্ফূরণ ছটায়,
আমারই অলখিতে যে প্রমাদ ঘটায়-
সে তোমার চিরকালই জানা।

শাল্মলিকা,
তুমি যদি পারো,
কোরো ক্ষমা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...