ছন্নছাড়া তো বটেই,
তবে তারও আগে কথা ছিল,
বহু চিঠি খাম-ছাড়া
রাখা ছিল বালিশের কালশিঁটে
আঁধার তলায়।
সেখানটায় আমি।
অনুচ্চারিত কথার গাঁথুনিজুড়ে
কোন আর্তস্বর, অভিসম্পাত বাজেনি কখনো,
দম্ভ বলেনি কথা, ছিল শুধু স্বাভিমানী বজ্রনিনাদ;
তাতে কত দানবের ঘুম ভেঙে গেল,
জেনে গেল তারাও দানব!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন