শূণ্যের কোন
প্রামাণ্যতাও নেই
তার কাছে শুধু
নির্বাক হয়ে থাকা,
কিছু মমতার বাঁধন
পড়লে খসে
কিছু মমতায় যায়
না যে তারে ঢাকা।
জানি কোনদিন
আমাকেও যাবে ছেড়ে
নীড়ের পাখিটি
পালকে গুঁজবে মুখ,
মেলবে না আর
হাওয়ায় পাংশু পাখা।
কিছু চলে যাওয়া
মেনে নিতে যদি হয়,
কিছু ফিরে আসা-
নিজেকে ভুলিয়ে রাখা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন