বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

নতুন ফুলশর

আমি কি আবার প্রেমে পড়ে গেছি
কোন অপ্সরী রূপা রমণীর?
এখনো কি কিছু স্বাদ বাকী আছে
ঘুন ধরে যাওয়া ধমনীর??
এখনো কি রাত একা জেগে আছে
চন্দাবতীর পাশে?
এখনও কি পাখি কিচিমিচি গায়
নদী খিলখিল হাসে?
যে বুকের মাঝে কত প্রেম ছিল
সে কি আজো আছে পথ চেয়ে?
যার দুটি হাতে বরমালা ছিল
সে কি চলে গেল পথ বেয়ে?
আমি কি আবারো ভুলতে বসেছি
আমি বারবার করি ভুল!
চোখের তারায় এখনও কি ওড়ে
সেই তার খোলা চুল?
ফাগুনের বেশে আগুন এসেছে
কতবার পোড়া মনে
আমিও পুড়েছি যাতনা সয়েছি
বেদনা পুষেছি প্রাণে!
আমি কি আবার জ্বলে পুড়ে যাব
কোন রূপসীর আহবানে?
চোখে মুখে যার ছলনার হাসি
কথা ফুলশর হানে!!

৩/১২/১৩

গণতন্ত্রের ডায়রিয়া

চারিপাশে আজ শুনি
বিস্ফুট ককটেল ধ্বণি
এরশাদ মামা করে
নিত্য যাত্রাপালা!
নেতার ভাষণে জ্বলে
গাড়িতে আগুন
টিভির খবরে দাদা
কান ঝালাপালা!!
ইলেকশনের আগে
পাবলিক নিশি জাগে
হসপিটালের বেডে
গুলিবিদ্ধ লাইফ!!
আন্দোলনের জোরে
চারিদিকে বোমা ওড়ে
চামচারা ধরে আছে
বড় বড় নাইফ!
অবরোধে অনুরোধে
গলে না গদির জান
রাস্তায় মরে খালি
আজাইরা পোলাপান!
গণনন্ত্র ঘন ঘন
ছুটে যায় টয়লেট!
দেশময় ডায়রিয়া
স্যালাইনে বেশী রেট!

৩/১২/১৩

পুরনো আকাশ

তবুও মিথ্যাকে আঁকড়ে থাকার ভীষণ প্রয়াস,
তবুও কৃত্তিম হাসির সরস উচ্ছাস,
তবুও অতৃপ্ত বাসনার বিষজ্বালা বুকে ধরে বাঁচা,
অভিনয়ের অভিযোগে দগ্ধ বিশ্বাস,
এর মাঝে পথ চলা, সংক্ষেপে কথা বলা,
ধীরে ধীরে ধুয়ে ফেলা পুরানো আবাস,
নতুন আসবে বলে সাজাই আকাশ!

১৪/৬/১৪

ভুলের কাব্য

ভুল হয় গ্রীষ্ম দহনের মত,
রোজ ভোরে ফুল ফোটার মত,
আষাঢ়ের অলস ঝড়ের মত ভুল হয়।
ভুল হয় সদ্য কুঁড়ির মত,
ভুল ঝরে শুকনো পাপড়ির মত,
শীতের সকালে টিনের চালে টুপ করে চুপ করে শিশিরের মত ভুল ঝরে।
ভুল হয় ফাগুনমাসের নতুন কিশলয়,
প্রেয়সীর উদ্দাম চুলে যৌবনের উন্মেষের মত
ভুল হয় শরতের ধানখেতের মত বিস্তৃত
জীবনে প্রতিটি অধ্যায়ে ভুল হয়!

১৭/৬/২০১৪

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...